শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

ইরানে ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার নাগরিককে ক্ষমা করে দিলো ইরান। সোমবার (১৩ মার্চ) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনির বরাতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। খবর রয়টার্স।

গত মাসের শুরুর দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি গ্রেপ্তারকৃতদেরসহ ‘হাজার হাজার’ বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন।

ইরানের প্রধান বিচারপতি জানান, এখন পর্যন্ত ২২ হাজার বিক্ষোভকারীসহ ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। সাধারণ ক্ষমা কতদিন চলবে বা বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে কি না তা তিনি জানাননি।

গত বছরের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ইরানি কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। সর্বস্তরের মানুষ এ প্রতিবাদে অংশগ্রহণ করে যা ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

টিএইচ