বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এ ভূখণ্ডে আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ১২৩ জন।

শনিবার (৯ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিদিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১২৩ জন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এটিকে ‍‍`আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘন‍‍` বলে অভিহিত করেছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, প্রতিনিয়ত ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশু নিহত হচ্ছে। তবে পুরুষও বাদ যাচ্ছে না। শুধু তাই নয়, তারা ত্রাণ কার্যক্রম চালাতেও সেখানে বাধা দিচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহেও বাধা সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অঞ্চলটির মানুষ চরম হুমকির মুখে পড়বে।

ইসরায়েলি বাহিনীর এমন আচরণের কারণে অনাহার, অসুস্থতা এবং বিভিন্ন রোগের উপদ্রব দেখা দিয়েছে। যা পরবর্তীতে শিশু ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণার পর সেখানে অন্তত নয়টি বিমান হামলার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫০৮ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৬৮৪ জন মানুষ।

অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েল নাগরিক নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন। বন্ধী আছে আরও ২০০ জনেরও বেশি মানুষ।

টিএইচ