সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইয়ানের প্রভাবে আমেরিকায় পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ইয়ানের প্রভাবে আমেরিকায় পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

হারিকেন ইয়ানের প্রভাবে আমেরিকায় চার দিনে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনসগুলো। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল করা হয়।

শুধু বুধবার ও বৃহস্পতিবারই বাতিল করা হয় তিন হাজার ৮০০ ফ্লাইট। এর মধ্যে ফ্লোরিডা এয়ারপোর্টের ছিল তিন হাজার ২০০ ফ্লাইট।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এরই মধ্যে হারিকেন ইয়ানের প্রভাবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কয়েকটি বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস প্রদানকারী এরিক ব্লেক বলেন, বুধবার হারিকেন ইয়ান যুক্তরাষ্ট্রের মেক্সিকো ফ্লোরিডা উপকূলে আঘাত হেনে। এসময় হারিকেন বিপজ্জনক ক্যাটাগরি ৪ ধারণ করে। হারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, সিএনএন, বিজনেজ টুডে, রয়টার্স

কেএস