সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ 

কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। একটি ছোট বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। খবর আল-জাজিরার।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, আমরা এই সংঘর্ষের ফলে অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।

হিল জানিয়েছে, দুর্ঘটনাটি ম্যানিটোবা ও কানাডার জন্য বেদনার দিন। অত্যন্ত দুঃখের সঙ্গে দিনটিকে স্বরণে রাখা হবে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হাইওয়ের পাশে খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। ওই দৃশ্যকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।

বাসটিতে প্রায় ২৫ জন লোক ছিল। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ আরও জানায়, উভয় গাড়ির চালক জীবিত রয়েছেন। তবে দুর্ঘটনার জন্য কে দায়ী সে বিষয়ে কিছু জানানো হয়নি।

টিএইচ