প্রতিদিনের মতো আজও গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার একদিনেই তারা অন্তত ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে শরণার্থী শিবিরের বাসিন্দারাও রয়েছেন। গাজার একটি তাবু শিবিরে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন।
গাজা শহরের আশপাশের এলাকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। একইসঙ্গে, গাজার ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন করতে সড়ক অবরোধ করে অঞ্চলটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে ইসরাইলি বাহিনী।
ইসরাইল এখন পর্যন্ত গাজার প্রায় ৬৯ শতাংশ এলাকাকে ‘নো-গো জোন’ ঘোষণা করেছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া যুদ্ধবিরতির সময় মুক্তি পাওয়া বন্দীদের আবারও গ্রেপ্তারের পরিকল্পনা করছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
এদিকে, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজার ফিলিস্তিনিরা। যুদ্ধকালেও তিনি তাদের পাশে ছিলেন এবং ভিডিও বার্তার মাধ্যমে সংহতি প্রকাশ করে গাজাবাসীর মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।
টিএইচ