সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

চীনের গানসু বর্ডার এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১১১ জন। আহত হয়েছেন আরও ‍দুই শতাধিক মানুষ।

ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

গত ৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন ৬৬ জন।

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ।

টিএইচ