মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ট্রাম্পকে ৫০০০ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পকে ৫০০০ ডলার জরিমানা

মামলার বিচারকাজ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে আইন কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়ায় এবার পাঁচ হাজার ডলার জরিমানা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আগামী ১০ দিনের মধ্যে ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা দেয়ার আদেশ দিয়েছেন বিচারক। তবে ট্রাম্প দাবি করেন বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) তাকে পাঁচ হাজার ডলার জরিমানা করেন নিউইয়র্কের একটি আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, অবমাননার বিষয়ে বিচারক ট্রাম্পকে সতর্ক করেন। এরপরও একই কাজ করলে তাকে (ট্রাম্প) কারাগারে যেতে হতে পারে বলে জানান বিচারক।

এর আগে ৩ অক্টোবর বিচারক আর্থার এনগোরোনের প্রধান আইন কর্মকর্তার (প্রিন্সিপাল ল ক্লার্ক) বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করেন ট্রাম্প। বিষয়টি আদালতের নজরে এলে ওই দিনই পোস্টটি সরিয়ে নেন ট্রাম্প।

আদালত বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য ট্রাম্প যে ওয়েবসাইট খুলেছেন, সেখানে ওই পোস্ট টানা ১৭ দিন ছিল। গত বৃহস্পতিবার আদালতে বিষয়টি নিয়ে আলোচনার পর ওয়েবসাইট থেকেও তা সরিয়ে ফেলা হয়।

টিএইচ