যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি আশা করছেন রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ বন্ধে এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। তবে এই চুক্তির শর্ত কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় বলেন, “দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে—আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।”
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ওয়াশিংটন নিয়মিত রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। তারপর থেকে চলমান যুদ্ধের ফলে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। এখনও পর্যন্ত কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় পৌঁছানোর জন্য আরও বেশি উৎসাহিত করা দরকার। এদিকে গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি পালন করা হবে।
তবে এরপরও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশই একে অপরকে দায়ী করেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুদ্ধ শেষের সম্ভাবনাকে কিছুটা ত্বরান্বিত করতে পারে, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত।
টিএইচ