রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ট্রুডোর সঙ্গে দ্বন্দ্ব, কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ট্রুডোর সঙ্গে দ্বন্দ্ব, কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক আগে সোমবার (১৬ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া।

চিঠিতে তিনি বলেছেন, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের দুজনের মতবিরোধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া, প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ক্রিস্টিয়া।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার অর্থমন্ত্রীর একটি নীতি নিয়ে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে। নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক দেওয়ার একটি সিদ্ধান্তে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন।

এর আগে শুক্রবার, কানাডার অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়াকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। তবে ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় ট্রুডোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

টিএইচ