বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক

তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি

তুরস্ক সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং কৃষ্ণ সাগরে নৌযান চলাচল বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার ইস্তাম্বুল সফর করবেন তিনি। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া করা এক বার্তায় দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানায়, ‘ দুই নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কৃষ্ণ সাগরে একটি সুরক্ষিত করিডোর ফের চালু করার বিষয়।’

টিএইচ