বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, নিহত প্রায় ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, নিহত প্রায় ৬ হাজার

গত এক শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার। দ্য গার্ডিয়ান। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টা আগে ২৯২১ জন ছাড়িয়েছে। ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ভয়াবহ এই বিপর্যয়ে এখন পর্যন্ত বিশ্বের ৪৫টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটার দিকে এটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৮।

এ সময়ে লোকজন ঘুমিয়ে ছিল। ভয়াবহ এই ভূমিকম্পে বহু সরকারি ভবন ধসে পড়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।

টিএইচ