মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষ, নিহত ৫৬

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষ, নিহত ৫৬

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জংলেইয়ে জাতিগত সংঘাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। গত ২৪ ডিসেম্বর জংলেইয়ের গুমুরুক ও লিকুয়াঙ্গোলে জেলায় নুয়ের জাতিগোষ্ঠী, অপর নৃগোষ্ঠী মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাতের সৃষ্টি হয়। নিহত ৫৬ জনের মধ্যে ৫১ জনই নুয়ের নৃগোষ্ঠীর, অপর ৫ জন মুরলে সম্প্রদায়ের। জংলেই প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা আব্রাহাম কেলাং তথ্যটি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, নুয়ের যুবকরা অন্য সম্প্রদায়কে আক্রমণ করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নুয়ের জনগণ বেশি হতাহতের শিকার হয়েছেন। গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু তারা কয়েক দশক ধরে জমি ও পশুসম্পদ নিয়ে মারাত্মক আন্তঃসাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত।

কেলাং জানান, শনিবার (২৪ ডিসেম্বর) সশস্ত্র নুয়ের যুবকরা গুমুরুক ও লিকুয়াঙ্গোল এলাকায় মুরলে সম্প্রদায়ের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এখনও চলছে। 

দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) কয়েকদিন আগে সতর্ক করেছিল, নুয়ের সম্প্রদায়ের যুবকরা মুরলে সম্প্রদায়ের উপর সম্ভাব্য আক্রমণের প্রস্তুতিতে একত্রিত হচ্ছে।

সর্বশেষ তারা জানিয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ও আশপাশে টহল বাড়ানো হয়েছে।

টিএইচ