বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুই মার্কিন হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

দুই মার্কিন হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৯

প্রশিক্ষণকালী সময়ে দুটি আমেরিকান হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ মার্কিন সেনা নিহত হয়েছেন। মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেনটাকি রাজ্যে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, নিয়মিত অনুশীলনের সময় একটি খোলা মাঠের ওপর সংঘর্ষের শিকার হয়ে বিধ্বস্ত হয় দুটি হেলিকপ্টার। একটি যানে ছিলেন ৫ সেনা এবং অপরটিতে ছিলেন ৪ জন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

কেনটাকির রাজ্য গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই মর্মান্তিক ক্ষতির জন্য আমরা দুঃখিত। সূত্র: বিবিসি, সিএনএন

টিএইচ