নাইজেরিয়ার গ্যাসোলিনে একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ৮৬ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তর সূত্র বলছে। এতে ওই দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ইশা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, ‘গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারণে কতজন নিহত হয়েছেন— তা নির্দিষ্ট করে বলা কঠিন। প্রাথমিকভাবে ধারণা করছি ৮৬ জন নিহত হয়েছেন। তবে সংখ্যা আরও বেশিও হতে পারে।’
হুসাইনি ইশা আরও জানান, আহতদের নিকটবর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
টিএইচ