সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটির  প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়ি ঘেরাও করে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরে প্রবেশরত সামরিক যানবাহনের উপর দিয়ে হেলিকপ্টার উড়ছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, গত ২৬ ফেব্রুয়ারি যানজটের সুযোগ নিয়ে গাড়ির ভেতর থাকা দুই ইহুদি ভাইকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি। জায়গাটিতে প্রায়ই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান জোরদার করে।

টিএইচ