শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পাকিস্তানের নির্বাচনের ফল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের নির্বাচনের ফল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নানা বাধা-বিপত্তি ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এরপর শুরু হয় ভোট গণনার হালনাগাদ। এতে ফলাফল প্রকাশ করতে ব্যাপক দেরি হয়, যা নিয়ে গতকাল শুক্রবার নির্বাচনপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

অভিযোগ ওঠে ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে, এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছে এসব দেশ।

এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে। যদিও আদালতের আইনি বাধার কারণে পিটিআই-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে ভোটের ফলে দুই দলই বিজয়ী দাবি করে নিজেদের।

২৬৬ আসনে সরাসরি ভোট হওয়ার কথা। একটি আসনে ভোট স্থগিত হওয়ায় এবার ভোট হয়েছে ২৬৫ আসনে। তবে এককভাবে সরকার গঠন করতে চাইলে ১৩৪টি আসনে জিততে হবে।

এখন পর্যন্ত ২৫০টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের বেশির ভাগই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন। এরপর নওয়াজের পিএমএল-এন ৭১টি, বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩টি এবং এমকিউএম ১৭টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।

এই নির্বাচনের ফল ঘোষণায় অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দু’টির বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কর্মীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে অনিয়ম, হস্তক্ষেপ ও জালিয়াতির যেসবে অভিযোগ উঠেছে, তার সম্পূর্ণ তদন্ত করতে হবে।

এদিকে  ইমরান খান ও তাঁর দল মনে করে, এবারের নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী। একইভাবে নওয়াজ শরিফকে তারা সমর্থন জুগিয়েছে।

টিএইচ