বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়টায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। বুধবার (৩০ নভেম্বর) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠী বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক রয়টার্সকে বলেন, পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও এক নারী ও একজন শিশু রয়েছে বলে জানান তিনি।

দেশটিতে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা অনেক বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

টিএইচ