শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে পিএমএল-এন ১৩৭টি আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ।

এদিকে পাকিস্তানির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেনে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী করার কথা জানিয়েছে পিএমএল-এন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। 

মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি।

মঙ্গলবার রাতে এক যৌথ সম্মেলনে শাহবাজ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী, মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হবে। তার এমন ঘোষণার পর নওয়াজ শরিফও একই কথা জানান।

মরিয়ম আওরঙ্গজেব বলেন, দলের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেছেন নওয়াজ শরিফ।

উল্লেখ্য, জাতীয় পরিষদের মতো পাঞ্জাবেও বাজিমাত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি ১৩৮টি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী। এ ছাড়া ১০টি আসন পেয়েছে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

টিএইচ