সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূর্ণ মাত্রার যুদ্ধের আজ ২২৯তম দিন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ণ মাত্রার যুদ্ধের আজ ২২৯তম দিন: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া সেতুতে হামলার দুদিনের মাথায় ইউক্রেনজুড়ে হামলা শুরু হয়েছে। পূর্ণ মাত্রার যুদ্ধের আজ ২২৯তম দিন। ২২৯তম দিনের মতো তারা পৃথিবীর বুক থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এককথায় বলতে গেলে, এটাই সত্য।

সোমবার (১০ অক্টোবর) সকালে তিনি এসব কথা বলেন।

টেলিগ্রামে তিনি বলেছেন, ‌‘তারা (রাশিয়া) আমাদের মানুষকে হত্যার চেষ্টা করছে-- যারা জপোরিঝঝিয়ায় নিজেদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। দিনিপ্রো, কিয়েভের লোকদের মারার চেষ্টা করছে যারা তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল। পুরো ইউক্রেন জুড়ে হামলা চলছে। অবিরতভাবে রকেট নিক্ষেপ করা হচ্ছে। মানুষ প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে’।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা আশ্রয়কেন্দ্র থেকে বের হবেন না। নিরাপদে থাকুন, পরিবারের যত্ন নিন। নিজের জায়গায় থাকুন এবং মনোবল ধরে রাখুন’। 
সূত্র : সিএনএন

এবি