রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ফিলিপাইনে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের অন্তত চার আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার মিন্দানাও দ্বীপের একটি খামারে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ বলেছে, মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ানের একটি কৃষি খামারে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্তে চারজনের প্রাণহানি ঘটেছে। তবে বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা বলেছেন, বিমানটি খামারের একটি জলাধারে থাকা মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এর ফলে মহিষটিও গুরুতর আহত হয়েছে।

মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন বলেন, তারা ব্মিান বিধ্বস্তের স্থানে চারজনের মরদেহ পেয়েছেন। বর্তমানে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

এএফপিকে তিনি বলেছেন, ‘‘বিধ্বস্ত বিমানের পাশে চারজনের মরদেহ পাওয়া গেছে। বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।’’

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অজ্ঞাত একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি তারা। -সূত্র: এএফপি।

টিএইচ