শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত স্লোভেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত স্লোভেনিয়ার

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলব বলেছেন, ‘আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়াকে সরকারের এই প্রস্তাব অনুমোদনের জন্য পার্লামেন্টে যেতে হবে।

গোলব সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

টিএইচ