সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বর্তমানে বিশ্ব সবচেয়ে বেশি বিভক্ত: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

বর্তমানে বিশ্ব সবচেয়ে বেশি বিভক্ত: গুতেরেস

বর্তমানে বিশ্ব অস্তিত্বগত চ্যালেঞ্জের সম্মুখীন। অথচ এমন মুহূর্তে বিশ্ব সম্প্রদায় বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিভক্ত। জার্মানিতে শুরু হওয়া তিনদিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৈশ্বিক ব্যবস্থা কারও জন্য কাজ করছে না বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

সম্মেলনে দীর্ঘস্থায়ী শান্তি পেতে হলে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হবে বলে জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আরও কর্মক্ষেত্র তৈরি করবে উল্লেখ করে এই খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এছাড়া এই সম্মেলনে গাজার রাফায় স্থল অভিযানের পরিকল্পনা বাদ দেওয়ার জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে চাপ দিতে পশ্চিমা নেতাদের একটি গোলটেবিল বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন এবারের আসরে।

টিএইচ