ভারত সরকার ডিজেল ও পেট্রোল রফতানিতে বিধি-নিষেধ আরোপ করেছে। জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার ডিজেল ও পেট্রোল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ কত দিন হবে সে বিষয়ে শনিবার সর্বশেষ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানায়নি নয়াদিল্লি।
ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওই দুই অঞ্চলে রাশিয়ার তেল রফতানি বন্ধ রয়েছে। তবে ইউরোপের অনেক দেশ ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলোর কাছ থেকে রাশিয়ার তেল আমদানি করে।
গত বছর দেশটির বেসরকারি পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রুশ তেল আমদানির পর সেগুলো পরিশোধন করে আগ্রাসীভাবে রফতানি শুরু করে। এতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে তারা।
ওই সময় দেশের বাজারে বিক্রি না করে রফতানি বৃদ্ধি করায় ভারতের সরকার জ্বালানি রফতানিতে বিরল বিধি-নিষেধ আরোপ করে।
টিএইচ