সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে প্রস্তুত চীন’

নিজস্ব প্রতিবেদক

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে প্রস্তুত চীন’

ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে রোববার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চীন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, লাদাখের প্রত্যন্ত গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের আড়াই বছর পর আজও দুটি দেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে। এরই মাঝে গত ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াঙে দুই দেশের সেনারা সংঘাতে জড়ান। এই আবহে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

টিএইচ