ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় চিকিৎসক দম্পতিসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় শনিবার (২৮ জানুয়ারি) রাজ্যের ধানবাদ জেলার হাজরা মেমোরিয়াল হাসপাতালে ওই অগ্নিকাণ্ড হয়।
তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ধানবাদ জেলার পুলিশ সুপার সঞ্জিব কুমার বলেছেন, ‘মারা যাওয়া ব্যক্তিরা হলেন হাসপাতালের মালিক ও চিকিৎসক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজরা, তাদের গৃহকর্মী তারা, তাদের এক ভাতিজা এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি।’
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালের আবাসিক অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন এবং ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদের অধিকাংশই অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
ধানবাদ জেলার পুলিশ সুপার সঞ্জিব কুমার বলেছেন, ঘটনার সময় হাসপাতালটিতে অন্তত ২৫ জন রোগী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালটির চিকিৎসক এবং কর্মীরা তাদের অন্য আরেকটি ভবনে স্থানান্তর করায় তারা প্রাণে বেঁচে যান। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছিল।
ধানবাদের উপ-পুলিশ সুপার অরবিন্দ কুমার বিহনা বলেছেন, শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ধানবাদের ফায়ার সার্ভিসের পরিদর্শক লক্ষণ প্রাসাদ বলেছেন, আগুনের কারণে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয় ঘটনাস্থলে। যার কারণেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান পাঁচজন।
টিএইচ