সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২৯ জনের প্রাণহানি

অবৈধভোবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়িা উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি নৌকাডুবিতে ২৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়ছে।

রোববার (২৬ মার্চ) আফ্রিকার সাবসাহারা অঞ্চলে বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক অবৈধভাবে ইতালির উপকূলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত চারদিনে মোট পাঁচটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৭ জন নিখোঁজ রয়েছেন। যাদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

তিউনিসিয়ার উপকূলরক্ষীরা দাবি করেছে, গত চার দিনে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয়া প্রায় ৮০টি জাহাজকে থামিয়ে দিয়েছে তারা। এছাড়াও তারা ৩ হাজারের বেশি অভিবাসী আটক করেছে।

টিএইচ