বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভূমিকম্পে কাঁপল জাপান

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানের ইশিকাওয়াতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার ভূমিকম্প দুটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এদিকে ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে কিছু সময়রে পর আবার বেশির ভাগ রেল পরিষেবা চালু হয়।

এর আগে, গত জানুয়ারি মাসে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।

টিএইচ