বুধবার, ১২ মার্চ, ২০২৫
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মানবতাবিরোধী অপরাধে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুতার্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনো বিনাবিচারে হত্যা হয়েছেন।

ফিলিপাইনের সরকার জানিয়েছে, হংকং থেকে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আটক করা হয়। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের পদ ছাড়েন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে একজন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও, দীর্ঘদিন তিনি আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।

টিএইচ