বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারের ইয়াঙ্গুন ও আশপাশের এলাকাগুলোয় চার দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। 

এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক গঠনের কারণে দেশটিতে প্রায়েই ভূমিকম্প আঘাত হানে।

টিএইচ