সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মোসাদের গুপ্তচরের অভিযোগে ৪ ইরানীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

মোসাদের গুপ্তচরের অভিযোগে ৪ ইরানীর মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করায় ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই অভিযোগে আরও তিনজনকে পাঁচ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

রোববার (৪ ডিসেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের সর্বোচ্চ আদালত এর আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, হোসেইন ওরদোখানজাদেহ, শাহিন ইমানি মাহমোদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানোচেহর শাহবান্দি বোজান্দি। 

বিচার বিভাগ দণ্ডিতদের ‘দুর্বৃত্ত’ বলে মন্তব্য করেছে। ওই চার ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ধ্বংস, অপহরণ এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া আরও তিনজনকে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

চলতি বছরের জুন মাসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার করে।

ইরান ও ইসরায়েল চিরবৈরী আঞ্চলিক শক্তি। যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপীয় মিত্রসহ বিদেশিদের হয়ে কাজ করার অভিযোগে ইরান মাঝেমধ্যেই লোকজনকে আটক করে।

টিএইচ