সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লেবাননকে সহায়তায় ইরানি নারীদের স্বর্ণালঙ্কার দান 

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননকে সহায়তায় ইরানি নারীদের স্বর্ণালঙ্কার দান 

লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দেশটির সাধারণ মানুষকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দান করছেন ইরানি নারীরা। শনিবার (১২ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে এমন চিত্র দেখা যায়। খবর সিএনএনের।

তেহরানে একটি ফান্ডরাইজার প্রতিষ্ঠান স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ অর্থ সংগ্রহ করছে। অনেক নারীকে সেখানে এসে নিজেদের ব্যবহৃত স্বর্ণ দিতে দেখা যায়। অনুদান সংগ্রহ করার স্থানে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর বিভিন্ন পোস্টার লাগানো ছিল বলেও জানিয়েছে সিএনএন।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে ওই সময় হিজবুল্লাহর হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই-তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে। যা এই মুহূর্তে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধে পরিণত হয়েছে। এমন সময়েই লেবাননের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসছেন ইরানের সাধারণ মানুষ।

টিএইচ