সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সবকিছু ইউক্রেনের থাকবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

সবকিছু ইউক্রেনের থাকবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সবকিছু ইউক্রেনের থাকবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে দখল করে নেওয়া ইউক্রেনের চারটি অঞ্চল ফেডারেশনে যুক্ত করতে বক্তব্য প্রদানের আগে এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন।

এই ঘটনার পর শুক্রবার মস্কোর স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দেন।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সবকিছু ইউক্রেনের থাকবে।’ এর মাধ্যমে জেলেনস্কি বলতে চেয়েছেন– রাশিয়ার দখল করা অঞ্চল মুক্ত করা হবে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের অঞ্চল ফেডারেশনে যুক্ত করার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি বলেছে, তারা কখনোই রাশিয়ার এই অঞ্চলকে স্বীকৃতি দেবেন না। সূত্র: সিএনএন

এবি