বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘সেনাপ্রধান আমার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন’ 

আন্তর্জাতিক ডেস্ক

‘সেনাপ্রধান আমার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন’ 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে তিনি আমার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।  ইমরান বলেন, আমার মনে হচ্ছে— আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেন, সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি। কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার মনে এমন কিছু রয়েছে, যা আমি জানি না।

ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া সাবেক প্রধানমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, শাহবাজ শরিফের ক্ষমতাসীন সরকার প্রভাবশালী সেনাবাহিনীর পুতুল।

৭০ বছর বয়সি এ নেতা দাবি করেছেন, তার দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে ১৫০টির মতো মামলায় করা হয়েছে। আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি। কিন্তু ঘটনা হলো— চাইলেই একটি চেতনাকে গ্রেফতার করা যায় না।

গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এর পর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। ক্ষমতা ছাড়ার পর তার জনপ্রিয়তা বেড়েছে। ইতোমধ্যে আগাম নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি জনসমাবেশ করেছেন তিনি।

সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে তাকে উৎখাতের অভিযোগের কথা পুনরায় তুলে ধরেছেন তিনি।

টিএইচ