সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন।

ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনায় প্রেসিডেন্ট মাদুরো ৫১.২০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৪৪.০২ শতাংশ।

ভেনেজুয়েলার বিরোধী দল ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে এবং ফলাফলকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

১১ বছর ক্ষমতায় থাকা মাদুরোকে অপসারণ করার জন্য এডমুন্ডো গঞ্জালেজের পিছনে ঐক্যবদ্ধ হয়েছিলেন বিরোধীরা।

বিরোধীরা তাদের সারা দেশে হাজার হাজার পর্যবেক্ষক নিয়োগ করেছিল। তবে গঞ্জালেজের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র বলেছেন, অনেক ভোটকেন্দ্রে তাদের পর্যক্ষেকদের বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে।

সরকার ভোট চুরি করার চেষ্টা করবে এমন আশঙ্কার মধ্যে বিরোধীরা ভোটকেন্দ্রে নজরদারি রাখার জন্য সমর্থকদেরও আহ্বান জানিয়েছিল।

ভেনেজুয়েলায় ভোট হয় ইলেকট্রনিক পদ্ধতিতে। ভোটাররা একটি ভোটিং মেশিনে তাদের পছন্দের প্রার্থীকে বরাদ্দ করা একটি বোতামে চাপ দেন।

ইলেকট্রনিক ফলাফল সিএনই সদর দপ্তরে পাঠানো হয়, তবে মেশিনটি একটি কাগজের রসিদও প্রিন্ট করে যা পরে একটি ব্যালট বাক্সে রাখা হয়।

টিএইচ