সংযুক্ত আরব আমিরাতের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে
দুইটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি)
পরীক্ষায় ফলাফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
গত বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারে বাটন চেপে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারেন।
এইচএসসি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, তারা প্রত্যেকেই পাস করেছে। এর মধ্যে ‘জিপিএ-৫ পেয়েছেন সাত জন।এছাড়াও উত্তর আমিরাতের রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে মোট ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুই জন।
এআরএস/ এবি