যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার আরও ৩৬৯ জন কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।
হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের নিয়ে কাজ করা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষায় থাকা ৩৩৩ জন বন্দী গাজার বাসিন্দা, যাদের অধিকাংশই ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর গ্রেপ্তার হন। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।
এদিকে, হামাস ৩ ইসরায়েলি জিম্মির নাম গতকাল ইসরায়েলের কাছে পাঠিয়েছে। তারা হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন, এবং আয়ার হর্ন। এই ৩ জনই ২০২৩ সালে ইসরায়েলে হামলা চালিয়ে গাজায় নিয়ে আসা ২৫১ জন জিম্মির মধ্যে ছিলেন।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের আনাদোলু এজেন্সিকে বলেন, এই মুক্তির প্রক্রিয়া ফিলিস্তিনের "সংস্কৃতি এবং ইসলামের শিক্ষা" অনুযায়ী হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর জবাবে, ইসরায়েল গাজায় অভিযানে নামে, যা ১৫ মাস ধরে চলতে থাকে এবং এতে ৪৮,০০০-এরও বেশি মানুষ নিহত হয়।
যুদ্ধবিরতির পর থেকে, ইসরায়েল মোট ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং হামাস ৭৬৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
টিএইচ