বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ঘুষ গ্রহণের অভিযোগ

ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টসহ ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টসহ ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

কাতারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কেইলিসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ব্রাসেলসের আদালত।

ইউরোপিয়ান পার্লামেন্টের যে ১৪ সদস্য আছেন তাদের মধ্যে ইভা কেইলি অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগ, পার্লামেন্টকে প্রভাবিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে উপসাগরীয় একটি দেশ থেকে ঘুষ নেন কেইলি। ব্রাসেলসের আদালত সরাসরি নাম উল্লেখ না করলেও দেশটি যে কাতার তা নিশ্চিত করেছে ইউরোপীয় গণমাধ্যম।

কেইলির ব্রাসেলসের বাসা থেকে কয়েক ব্যাগ ভর্তি অন্তত ছয় লাখ ইউরো ও একাধিক কম্পিউটার-মোবাইল ফোন জব্দ করা হয়। তাৎক্ষনিকভাবে বহিষ্কার করা হয় পার্লামেন্ট থেকে। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি তিন জনের সবাই ইতালির নাগরিক। পাঁচ অভিযুক্তকেই শনিবার (১০ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

টিএইচ