রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
The Daily Post

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে নিহত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে নিহত ২২৯

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রথম দফায় ভূমিধস হয় সোমবার। সে সময় অনেকে কাদামাটির নিচে চাপা পড়েন। যাদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা।

কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিধস হলে নতুন করে চাপা পড়েন বহু মানুষ। এ ঘটনায় এ পর্যন্ত ২২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় ৩২ জন প্রাণ হারান। -সূত্র: বিবিসি

টিএইচ