সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইমরান খানকে হত্যা করতেই গুলি: পিটিআই

নিজস্ব প্রতিবেদক

ইমরান খানকে হত্যা করতেই গুলি: পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার এক পায়ে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ইমরান খানের কর্মী-সমর্থকদের বরাতে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

স্কাই নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার গুজরানওয়ালায় লংমার্চ নিয়ে বেরিয়েছিলেন ইমরান খান। এ সময় পর পর এলোপাতারি গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। 

তার পায়ে গুলি লেগেছে। আহত হয়েছেন এক শিশুসহ আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের দলের নেতা ফয়জল জাভেদও গুলিবিদ্ধ হয়েছেন।

হামলায় ইমরানের দলের এক কর্মী নিহত হয়েছেন। ইমরানের দলের এক নেতা জানান, ইমরান খানকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে। পার্টির কর্মকর্তা আসাদ উমর বলেন, ‘ইমরান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ইমরানের ওপর হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে ইমরানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

টিএইচ