ইরাকের বসরা শহরের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত দুজন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আট জাতির আরব উপসাগরীয় কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক ইরাক। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটল।
এ ম্যাচ দেখার আশায় ভোর থেকেই হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামের বাইরে সমবেত হয়েছিল। ইরাকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন প্রায় বিরল ঘটনা। এ কারণে দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল।
টিএইচ