সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোট শুরু

দ্বিতীয় দফায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় (০৪৩০ জিএমটি) ভোট গ্রহণ শুরু হয়।

সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরাধিকারী হওয়ার দৌঁড়ে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং রক্ষণশীল সাঈদ জালিলি ভোটে প্রতিদ্বন্দিতা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থানীয় সময় সকাল ৮টায় (০৪৩০ জিএমটি) ভোট শুরু হলে তিনি ভোট প্রদান করেন।

টিএইচ