সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইসরাইলকে অবিলম্বে ‘গণহত্যা’বন্ধ করতে হবে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলকে অবিলম্বে ‘গণহত্যা’বন্ধ করতে হবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর তিনি ইসরাইলকে এই আহ্বান জানান। খবর রয়টার্সের।

এরদোগান বলেন, পশ্চিমা শক্তি ও গণমাধ্যমের মদদপুষ্ট ‍‍`উন্মাদনা‍‍` থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ইসরাইল গাজায় আক্রমণ করার মতো ভুল থেকে ফিরে আসার পরিবর্তে আরও অঞ্চলে হামলার জন্য উসকানি দিচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।

টিএইচ