শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভে মোসাদের সমর্থন !

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভে মোসাদের সমর্থন !

ইসরাইলে সম্প্রতি নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মোসাদ সমর্থন দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। তারা ফাঁস হওয়া নথির উদ্ধৃতি দিয়ে এমন দাবি করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সরকার সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

শনিবার নিউইয়র্ক টাইমস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে ১লা মার্চ থেকে আপডেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ক্ষমতাকে আরও সুসংহত করার জন্য সম্প্রতি বিচার বিভাগের আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছেন, তার বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেখানে।

এতে নিজেদের স্টাফ ও ইসরাইলি নাগরিকদেরকে যোগ দিতে উৎসাহিত করেছেন মোসাদ নেতৃত্ব। ওই খবরে আরও বলা হয়, ফাঁস হওয়া ডকুমেন্টকে যখন যথার্থ মনে হচ্ছে, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না তা খাঁটি।

কারণ, রোববার এ ইস্যুতে একটি বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। তাতে বলা হয়েছে, এই রিপোর্ট অপমানজনক এবং কোনো ভিত্তি নেই এর। মোসাদ এবং এর সিনিয়র নেতারা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে তাদের সদস্যদের উৎসাহিত করেনি এবং করে না।

টিএইচ