বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

ইসরায়েল থেকে এবার নিজেদের দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। গাজা ইস্যুতে ইসরায়েলের অমানবিক আচরণের সমালোচনায় শুরু থেকে সরব ছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা।

বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

বলা হয়েছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ, গাজায় নির্বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানোয় ইসরায়েলের সমালোচনায় মুখর ছিল লাতিন আমেরিকার এ দেশ।

‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে’ মন্তব্য করে ইসরায়েলকে জার্মান নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

গত ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের এমন মন্তব্যে বেজায় ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরায়েল লুলাকে অবাঞ্চিত ঘোষণা করে। সেসময় রাষ্ট্রদূত ফেদ্রিকো মেয়ারকে ‘পরামর্শের’ জন্য ডেকে পাঠিয়েছিল ব্রাজিল।

টিএইচ