মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

ইসরায়েলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কারণ হিসেবে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পূর্ববর্তী অবস্থা আঁচ করতে ব্যর্থ হওয়া। খবর, বিবিসি’র।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বৈঠকে সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয় নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে নতুন দায়িত্বে কে আসছেন সে ব্যাপারে এখনও কোনো তথ্য জানায়নি তারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী ১০ এপ্রিল। ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে রোনেন বারকে নিযুক্ত করা হয়েছিল।

গত রোববার এক ভিডিও বার্তায় বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর এ পদক্ষেপটি ইতোমধ্যেই ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের জন্মদ দিয়েছে। জেরুজালেমে সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।

উল্লেখ্য, রোনেন বার তার পদচ্যুতির ঘটনাকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন।

টিএইচ