বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইসলামাবাদে দুই র-এর অ্যাজেন্ট আটক

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদে দুই র-এর অ্যাজেন্ট আটক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর দু‍‍`অ্যাজেন্টকে আটক করার দাবি করেছে। তারা ওই দুজনের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে বলেও জানিয়েছে। 

ইসলামাবাদ পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ইসলামাবাদ হাইওয়ের গ্রিন বেল্ট পাহাড়ি এলাকায় গোপ আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ সময় তারা তথ্য পাচার করছিলেন বলে জানা গেছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং ফেডারেল ক্যাপিটাল পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

টিএইচ