সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

এবার তোশাখানা মামলায় ইমরান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

এবার তোশাখানা মামলায় ইমরান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)। খবর ডনের। বুধবার সকাল ১০টার দিকে জবাবদিহিতা আদালতের বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন।  

আদালত প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। পাশাপাশি এ দম্পতিকে ১.৫৭৩ বিলিয়ন পাকিস্তানী রুপি জরিমানা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, ৮ ফেব্রুয়ারি হতে যাওয়া সাধারণ নির্বাচনের মাত্র ৮ দিন আগে ইমরানের বিরুদ্ধে এটি দ্বিতীয় রায়, যা তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নির্বাচনি লড়াই আরও কঠিন করে তুলবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার। আদালত রায় দেওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পরে ইমরানের সেই সাজা স্থগিত করে। তবে পরে একটি ডিভিশন বেঞ্চ দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে ইমরানের আবেদন খারিজ করে দেয়। এরপর থেকে এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

টিএইচ