বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ওড়িশায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ওড়িশায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারতে বর্ষার মৌসুম পেরিয়ে গেলেও দুর্ভোগ কাটেনি। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ওড়িশায়। ভারী বৃষ্টির মাঝেই বজ্রাঘাতে প্রাণ হারালেন ১০ জন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ওড়িশা জুড়েই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হয়। এর মধ্যে ছয় জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। খুরদা জেলায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি, ৩ জন আহত হয়েছেন। উপকূলীয় এলাকা ছাড়াও বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টি হয়েছে ভুবনেশ্বর ও কটকেও।

ভারতের আবহাওয়া ভবন জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে আগামী ৪ দিন ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : আজকাল

টিএইচ