বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

পাকিস্তানে চীনা দূতাবাস এ ঘটনাতে ‘সন্ত্রাসী হামলা’ হিসাবে বর্ণনা করে বলেছে, “কিছু স্থানীয় লোক হতাহত হয়েছে, যদিও সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখনও স্পষ্ট নয়।”

দূতাবাস আরও জানিয়েছে, দেশটির সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি কাফেলাকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর বিবিসির।

বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে, যারা সাম্প্রতিক বছরগুণেলাতে প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ বলেছে, তারা করাচি বিমানবন্দর থেকে আগত “চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের কাফেলাকে লক্ষ্য করে।”

বিএলএ’র বরাত দিয়ে রয়টার্স বলেছে, “যানবাহনবাহিত ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় রাত ১১টায় বিস্ফোরণটি ঘটে।

চীনা দূতাবাস জানিয়েছে, প্রকৌশলীরা চীনা অর্থায়নকৃত এন্টারপ্রাইজ পোর্ট কাসিম পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অংশ ছিল, যার লক্ষ্য করাচির কাছে পোর্ট কাসিমে দুটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা।

প্ল্যান্টটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ, যা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অনেকগুলো অবকাঠামো এবং শক্তি প্রকল্পে অর্থায়ন করছে। সেখানে গ্যাস এবং খনিজসহ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ সরবরাহ রয়েছে।

বিএলএ অন্যান্য জাতিগত বেলুচ গোষ্ঠীর সঙ্গে একটি পৃথক স্বদেশের জন্য দীর্ঘকাল ধরে লড়াই করেছে।

টিএইচ