মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

গাজাজুড়ে হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজাজুড়ে হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকাজুড়ে ৩০টি পৃথক হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

শনিবার এ সব হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা শহরের আল-ঘৌল পরিবারের বাড়িতে ইসরায়েলের হামলায় একই পরিবারের অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।

গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে একদল লোকের উপর ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

দক্ষিণ খান ইউনিসে একটি গাড়িতে বোমা হামলায় মানবিক সহায়তা কাজে নিযুক্ত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী নিহত হয়ে হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছে, তাদের ক্রুরা দক্ষিণে খান ইউনিস এবং উত্তরে গাজা সিটিতে দুটি পৃথক ইসরায়েলি হামলার স্থানে রয়েছেন। উদ্ধারকারীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং খান ইউনিসের আল হালো পরিবারের বাড়ির ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে টেনে এনেছে বলে টেলিগ্রামে বলা হয়েছে।

টিএইচ